বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্ট ফোন Vivo Y28

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২৭ বার পড়া হয়েছে

বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্ট ফোন Vivo Y28

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত কয়েক বছরে ভিভোর স্মার্টফোন গুলি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় বাজারে এবার এসেছেন Vivo Y28। vivo নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ৬ হাজার মিলি আম্পিয়ারের ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জার। সেই সাথে রয়েছে ৮ জিবি ram এর সাথে ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। আশা করি ram এবং ইন্টারনাল স্টোরেজ নিয়ে গ্রাহকদের কোন অভিযোগ কিংবা চাহিদা থাকবে না। সেই সাথে একজন গ্রাহক চাইলে আরও ৮ জিবি র‍্যাম ভার্চুয়াল হিসেবে ব্যবহার সুযোগ পাবে।

Vivo Y28 এর ডিসপ্লে

ভিভোর নতুন এই ফোনটিতে রয়েছে ৬.৬৮ ইঞ্চি এলইডি স্ক্রিন। সেই সাথে ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১৬০৮ বাই ৭২০ পিক্সেল। পাঞ্চহোল ক্যামেরার এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট ৯০ হার্জ। সেই সাথে ব্রাইটনেসের পরিমাণ থাকছে ১ হাজার নিটস। ফোনটিতে ব্রাইট ডিসপ্লের পাশাপাশি থাকছে ব্যাক সাইটের গ্লোয়িং আউট লুক। গ্লিমিং অরেঞ্জ ও এগেট এই দুই রঙে বাজারে পাওয়া যাচ্ছে Vivo Y28।

এছাড়া ব্যবহারকারীর চোখের সুরক্ষার কথা চিন্তা করে স্মার্টফোনটিতে দেয়া হয়েছে সানলাইট আই প্রটেকশন টেকনোলজি। তাই দীর্ঘ সময় ব্যবহার করেও চোখে খারাপ লাগবে না।

Vivo Y28 এর বডি বিল্ট কোয়ালিটি

ধুলাবালি থেকে রক্ষার জন্য ফোনটিতে রয়েছে আইপি ৬৪ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট প্রযুক্তি। যার ফলে মোটামুটি বাইরের ধুলাবালি এবং পানির আক্রমন থেকে ফোনটি থাকবে সুরক্ষিত। ১৯৯ গ্রাম ওজনের এই ফোনটির পুরুত্ব ৭.৯৯ মিলিমিটার। সেই সাথে গ্লাস কম্পোজিট প্লাস্টিক বডির এই স্মার্টফোনটির ডান পাশে রয়েছে সাইট মাউন্টেন ক্যাপাসিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর ক্যামেরা রয়েছে পিছনে।

বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্ট ফোন Vivo Y28

ক্যামেরা

ক্যামেরা গুলোর মধ্যে একটি হচ্ছে ৫০ মেগাপিক্সেলের এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বকেহ ক্যামেরা। সাথে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

প্রসেসর

Vivo Y28 ফোনটি চলবে মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসরে। সেই সাথে রয়েছে ভিভোর ফান্টাস ওএস ১৪ অপারেটিং সিস্টেম। যেটি ব্যবহারে খুবই আরামদাযক

স্টোরেজ

বাজারে ফোনটির ৮ ও ২৫৬ জিবির পাশাপাশি ৬ জিবি রেম এর সাথে ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ একটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে।

বর্তমান বাজার মূল্য

Vivo Y28 ফোনটির বর্তমান বাজার মূল্য ৮/২৫৬ ভেরিয়েন্টের হচ্ছে ২৫ হাজার ৯৯৯ টাকা। আর ৬/১২৮ জিবি ভেরিয়েন্টের মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা।

সবকিছু মিলিয়ে Vivo Y28 ফোনটি বিনোদন কিংবা গেমিংয়ের জন্য বেশ উপযোগী হবে। এছাড়া ফাস্ট চার্জার এর মাধ্যমে এটি খুবই কম সময়ে চার্জ করা যাবে। দামের কথা বলতে গেলেও খুব একটা বেশি নয়।

আশুরার রোজা কয়টি ও কখন জানতে এখানে প্রবেশ করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্ট ফোন Vivo Y28

আপডেট সময় : ১২:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

বিগত কয়েক বছরে ভিভোর স্মার্টফোন গুলি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় বাজারে এবার এসেছেন Vivo Y28। vivo নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ৬ হাজার মিলি আম্পিয়ারের ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জার। সেই সাথে রয়েছে ৮ জিবি ram এর সাথে ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। আশা করি ram এবং ইন্টারনাল স্টোরেজ নিয়ে গ্রাহকদের কোন অভিযোগ কিংবা চাহিদা থাকবে না। সেই সাথে একজন গ্রাহক চাইলে আরও ৮ জিবি র‍্যাম ভার্চুয়াল হিসেবে ব্যবহার সুযোগ পাবে।

Vivo Y28 এর ডিসপ্লে

ভিভোর নতুন এই ফোনটিতে রয়েছে ৬.৬৮ ইঞ্চি এলইডি স্ক্রিন। সেই সাথে ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ১৬০৮ বাই ৭২০ পিক্সেল। পাঞ্চহোল ক্যামেরার এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট ৯০ হার্জ। সেই সাথে ব্রাইটনেসের পরিমাণ থাকছে ১ হাজার নিটস। ফোনটিতে ব্রাইট ডিসপ্লের পাশাপাশি থাকছে ব্যাক সাইটের গ্লোয়িং আউট লুক। গ্লিমিং অরেঞ্জ ও এগেট এই দুই রঙে বাজারে পাওয়া যাচ্ছে Vivo Y28।

এছাড়া ব্যবহারকারীর চোখের সুরক্ষার কথা চিন্তা করে স্মার্টফোনটিতে দেয়া হয়েছে সানলাইট আই প্রটেকশন টেকনোলজি। তাই দীর্ঘ সময় ব্যবহার করেও চোখে খারাপ লাগবে না।

Vivo Y28 এর বডি বিল্ট কোয়ালিটি

ধুলাবালি থেকে রক্ষার জন্য ফোনটিতে রয়েছে আইপি ৬৪ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট প্রযুক্তি। যার ফলে মোটামুটি বাইরের ধুলাবালি এবং পানির আক্রমন থেকে ফোনটি থাকবে সুরক্ষিত। ১৯৯ গ্রাম ওজনের এই ফোনটির পুরুত্ব ৭.৯৯ মিলিমিটার। সেই সাথে গ্লাস কম্পোজিট প্লাস্টিক বডির এই স্মার্টফোনটির ডান পাশে রয়েছে সাইট মাউন্টেন ক্যাপাসিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর ক্যামেরা রয়েছে পিছনে।

বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্ট ফোন Vivo Y28

ক্যামেরা

ক্যামেরা গুলোর মধ্যে একটি হচ্ছে ৫০ মেগাপিক্সেলের এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বকেহ ক্যামেরা। সাথে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

প্রসেসর

Vivo Y28 ফোনটি চলবে মিডিয়াটেক হেলিও জি ৮৫ প্রসেসরে। সেই সাথে রয়েছে ভিভোর ফান্টাস ওএস ১৪ অপারেটিং সিস্টেম। যেটি ব্যবহারে খুবই আরামদাযক

স্টোরেজ

বাজারে ফোনটির ৮ ও ২৫৬ জিবির পাশাপাশি ৬ জিবি রেম এর সাথে ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ একটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে।

বর্তমান বাজার মূল্য

Vivo Y28 ফোনটির বর্তমান বাজার মূল্য ৮/২৫৬ ভেরিয়েন্টের হচ্ছে ২৫ হাজার ৯৯৯ টাকা। আর ৬/১২৮ জিবি ভেরিয়েন্টের মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা।

সবকিছু মিলিয়ে Vivo Y28 ফোনটি বিনোদন কিংবা গেমিংয়ের জন্য বেশ উপযোগী হবে। এছাড়া ফাস্ট চার্জার এর মাধ্যমে এটি খুবই কম সময়ে চার্জ করা যাবে। দামের কথা বলতে গেলেও খুব একটা বেশি নয়।

আশুরার রোজা কয়টি ও কখন জানতে এখানে প্রবেশ করুন।