সময় নির্ধারণে AM এবং PM বলতে কি বুঝায়
- আপডেট সময় : ০৮:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
যুগ যুগ ধরে প্রতিনিয়ত মানুষ আবিষ্কার করছে নানা ধরনের জিনিস এবং তথ্য। বিজ্ঞানের সকল উদ্ভাবনের মধ্যে অন্যতম একটি জিনিস বা পদ্ধতি হচ্ছে ঘড়ি। এটি দ্বারা আমরা সময় দেখে থাকি। কিন্তু আপনাকে জানেন সময় নির্ধারণ AM এবং PM বলতে কি বুঝায়?
আগেকার দিনে যখন মানুষের কাছে ঘড়ি ছিল না তখন তারা চাঁদ, সূর্য, তারা ইত্যাদির মাধ্যমে সময় এবং দিনক্ষণ হিসাব করবে। ভোররাত, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত ইত্যাদি প্রহরের হিসেবে চলতো গণনার কাজ। যদিও ঘড়ি আবিস্কার করার পরে এখন আর সেই সকল পদ্ধতি গুলো ব্যবহার করা হয় না।
সময় নির্ধারণে AM এবং PM বলতে কি বুঝায়
ডিজিটাল ঘড়ি আবিষ্কারের পর থেকেই সময়ের হিসাব যেন আরো পাল্টে গিয়েছে। একটা সময় ২৪ ঘন্টা হিসাব করা হলেও বর্তমানে হিসাব করা হয় ১২ ঘণ্টায়। আর সেখান থেকেই প্রচলন হয় AM এবং ।
অনেকেই এই দুটির ব্যবহার কিংবা পুনরূপ সম্পর্কে জানেন না। যার কারণে ব্যবহার নিয়েও পড়েন নানা রকম বিভ্রান্তিতে।
দুপুর ১১ টা বেজে ৫৯ মিনিটের আগ পর্যন্ত সময় বোঝাতে ব্যবহার করা হয় AM। তারপর ১২ টা থেকে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত সময় বোঝাতে PM ব্যবহার করা হয়।
AM এবং PM এর অর্থ কি?
আপনারা একটি কথা জেনে অবাক হবেন যে, এই দুটি শব্দের পূর্ণরূপ এসেছে ল্যাটিন শব্দ থেকে। AM এর পূর্ণরূপ হচ্ছে Ante Meridiem এবং PM এর পূর্ণরূপ হচ্ছে Post Meridiem.
উপরোক্ত শব্দ দুটি হচ্ছে ল্যাটিন ভাষার। অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে আগে এবং পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। যার কারণে দুপুরের আগে বোঝাতে অ্যান্টি এবং দুপুরের পরে বোঝাতে পোস্ট শব্দ দুটি ব্যবহার করা হয়।
এই দুটি অর্থের মধ্যে পার্থক্য থাকে সর্বমোট ২৪ ঘন্টার। কিন্তু আমরা যেটি কাটা ঘড়ি ব্যবহার করে সেটাতে আছে ১২টি সংখ্যা। যার কারণে রাত দিনের ২৪ ঘন্টায় কাটাটি একই সময় ২ বার অতিক্রম করে। উদাহরণ স্বরূপ সকাল ৬ টা একবার এবং সন্ধ্যা ৬ টায় আরেকবার।
তাই কখন সন্ধ্যা ৬ টা আর কখন সকাল ৬ টায় সাথে নির্ধারণ করতে বুঝাতে AM এবং PM ব্যবহার করা হয়। দিন এবং রাতের ক্ষেত্রে অন্যান্য সময় একই নিয়মে চলে।
সময় সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি
আপনারা অনেক সময় মোবাইলে কিংবা বিভিন্ন গণমাধ্যমে ২৪ ঘন্টার হিসেবে সময় নির্ধারণ করা দেখে থাকবেন। এটি হচ্ছে সময় গণনার আন্তর্জাতিক পদ্ধতি। এই হিসেবে রাত ১২ থেকে ১ টা পর্যন্ত ১ ঘন্টা। এভাবে ২৪ ঘন্টায় হিসাব করা হয়। অর্থাৎ আমরা যখন দুপুর ২ টা হিসেব করি তখন সেটি আন্তর্জাতিক মান হিসেবে ১৪ তম ঘন্টা হিসেবে বিবেচিত হয়। এই নিয়মে সাধারণত AM এবং PM ব্যবহার করা হয় না।
আশা করি AM এবং PM বলতে কি বুঝায় সেগুলো আপনারা জানতে পেরেছেন। এ ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করুন।
কিভাবে জান্নাতি ও জাহান্নামি লোক চিনবেন? বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।