যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে এবং টিকিটের মূল্য কত
- আপডেট সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
আজকে আমরা জানবো বাংলাদেশে অন্যতম বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে এবং এর সম্পর্কিত যাবতীয় বিষয়। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনার পাশাপাশি আমাদের প্রতিনিয়তই শপিং করার প্রয়োজন পড়ে। আমরা সকল সকলেই চাই ভালো একটি শপিং মল থেকে কেনাকাটা করতে। তেমনি একটি জায়গা হচ্ছে বাংলাদেশের অন্যতম শপিং সেন্টার যমুনা ফিউচার পার্ক।
শুধুমাত্র বাংলাদেশেই নয় এশিয়া মহাদেশের মধ্যে এটি অন্যতম একটি শপিং মল। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখানে কেনাকাটার জন্য আসে। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে মোবাইল, কসমেটিক্স ইলেকট্রনিক্স জিনিস, পোশাক, জুতা এমন কোন কিছু নেই যেটি আপনি যমুনা ফিউচার পার্কে পাবেন না। আবার এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল ব্লকবাস্টার সিনেপ্লেক্স। সেই সাথে যমুনা ফিউচার পার্কে আপনি আরো পাবেন প্লেয়ার্স জোন, খাবারের দোকান সহ নানা রকম সুযোগ-সুবিধা।
আপনারা যারা যমুনা ফিউচার পার্কে যেতে চান কিন্তু জানেন না যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে তারা জেনে নিন সপ্তাহের কোন কোন দিন এটি বন্ধ থাকে। কারণ বন্ধের দিনে গিয়ে কোন লাভই নেই, আপনাকে শুধু শুধু ঘুরে আসতে হবে।
যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে?
সপ্তাহের রবিবার সারাদিন যমুনা ফিউচার বন্ধ থাকে। পরেরদিন সোমবার দুপুর পর্যন্ত যমুনা ফিউচার বন্ধ থাকে এবং দুপুরের পর থেকে এটি খুলে দেওয়া হয়। অর্থাৎ আপনি যদি যমুনা ফিউচার পার্কে শপিং করতে কিংবা ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই রবিবার এবং সোমবার দুপুরের আগ পর্যন্ত যাওয়া যাবে না। এছাড়া সপ্তাহের যে কোনদিন আপনি ঘুরতে যেতে কিংবা শপিং করতে যেতে পারেন
যমুনা ফিউচার পার্কের অবস্থান
আপনারা তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে এবং কবে খোলা থাকে। এবার চলুন জেনে নেই যমুনা ফিউচার পার্কের অবস্থান সম্পর্কে। বাংলাদেশের বিখ্যাত কুড়িল ফ্লাইওভার কিংবা বিশ্বরোডের সাথে যমুনা ফিউচার পার্কের অবস্থান। এর ঠিকানা হচ্ছে KA – 244 কুড়িল, প্রগতির স্মরণী, ঢাকা, বাংলাদেশ।
যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে এবং টিকিটের মূল্য কত
আপনি গুগল ম্যাপে যমুনা ফিউচার পার্ক লিখে সার্চ দিলেও এর লোকেশন পেয়ে যাবেন।
যমুনা ফিউচার পার্কের টিকেটের মূল্য
যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে কিংবা খোলা থাকে সেটা জানার পাশাপাশি এটিও জানা উচিত যে টিকিটের মূল্য কত।
• যমুনা ফিউচার পার্কের ভেতরে আপনি ফ্রিতে প্রবেশ করতে পারবেন।
• তবে এই পার্কের রোলার কোস্টারে যদি উঠতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে ৩০০ টাকা।
• যমুনা ফিউচার পার্কের টাওয়ার চ্যালেঞ্জের জন্য খরচ করতে হবে ১৫০ টাকা।
• ম্যাজিক উইন্ড মিলে ওঠার জন্য গুনতে হবে ১৫০ টাকা।
• এছাড়া ও স্কাই ড্রপ, ফ্লাইং ডিস্কো, পাইরেটশিপ ইত্যাদি রাইডে চড়তে গেলে ১৫০ টাকা করে খরচ করতে হবে।
সবমিলিয়ে ৭৫০ টাকা খরচ করলে আপনার সব গুলো রাইডে উঠতে পারবেন।
যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট
যমুনা ফিউচার পার্কে আপনি যেকোনো ধরনের নতুন এবং পুরাতন ফোন কিনতে পারবেন।
যমুনা ফিউচার পার্কের সিনেমা দেখার খরচ
যমুনা ফিউচার পার্কের হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ব্লকবাস্টার সিনেমা হল। মুভি এবং সিটের উপর নির্ভর করে এক একটি টিকেটের মূল্য ২৫০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকা পর্যন্ত হতে পারে। আপনি অনলাইনে ঘরে বসেই এর সকল সিনেমার টিকেট কাটতে পারবেন।
বাংলাদেশের অন্যতম এই শপিং সেন্টারে পরিবার-পরিজন নিয়ে আপনি ঘুরে আসতে পারেন। সেই সাথে কিনতে পারেন আপনার প্রয়োজনীয় সকল জিনিসপত্র। তবে যমুনা ফিউচার পার্ক কবে বন্ধ থাকে সে ব্যাপারে অবশ্যই খোঁজখবর নিয়ে যাবেন।

