স্মার্ট ওয়াচ কেনার সময় যে বিষয় গুলো খেয়াল রাখবেন
- আপডেট সময় : ১১:৪১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অন্যতম একটি গেজেট হচ্ছে স্মার্টওয়াচ। স্মার্টওয়াচ কেনার সময় কিছু ব্যাপার অবশ্যই আপনাকে মাথায় রাখা উচিত। নিম্নে সে ব্যাপারগুলো তুলে ধরা হলো;
• স্মার্টওয়াচ কেনার সময় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আপনার ফোনের কনফিগারেশন এর সাথে এডজাস্ট হয় কিনা। ধরুন আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন কিন্তু অ্যাপলের স্মার্টওয়াচ কিনবেন। তাহলে এটির সকল সুবিধা আপনি উপভোগ করতে পারবেন না। আবার অনেক সময় সকল স্মার্ট ওয়াচ সকল অ্যান্ড্রয়েড ফোনে সংযুক্ত হয় না।
• অনেকেই স্মার্টওয়াচ দিয়ে শরীরের প্রয়োজনীয় তথ্য যেমন ব্লাড প্রেসার, হ্রদ স্পন্দন ইত্যাদি বিষয় গুলো মনিটরিং করতে চান। আপনি যেই মডেলের স্মার্টওয়াচটি কিনতে যাচ্ছেন সেটিতে এই সকল সুবিধা আছে কিনা সেটা যাচাই করে নিন।
• স্মার্টওয়াচে জিপিএস কিংবা লোকেশন ট্রাকিং সিস্টেম থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেলবেলা হাটা কিংবা সাইক্লিং করার সময় এটি খুবই কাজে লাগে। আবার অনেক স্মার্টওয়াচ আছে যেগুলো দিয়ে ঘুমের তথ্য গুলো মনিটরিং করা যায়। আপনি যদি মনে করেন এই ধরনের ফিচার গুলো আপনার প্রয়োজন তবে স্মার্টওয়াচ কেনার আগে অবশ্যই সেগুলো যাচাই করে নিন।
• স্মার্টওয়াচ কেনার সময় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এটির ব্যাটারি ব্যাকআপ। ব্যবহার করার সময় যদি অল্প সময়েই চার্জ ফুরিয়ে যায় তাহলে বিষয়টা খুবই বিরক্তকর। তাই স্মার্টওয়াচ এর চার্জিং ব্যাকআপ কতক্ষণ থাকবে সেটা ভালো করে যাচাই করে নিন।
স্মার্ট ওয়াচ কেনার সময় যে বিষয় গুলো খেয়াল রাখবেন
• স্মার্টওয়াচ পানিররোধী বা ওয়াটার রেজিস্ট্যান্ট কিনা সেটাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু এটি ঘড়ির মত করে হাতে ব্যবহার করতে হয় তাই বিভিন্ন সতর্কতা কিংবা বৃষ্টিরসহ নানা কারণে এটিতে পানি লাগতে পারে। তাই এটা যদি ওয়াটার বা পানির রোধী না হয় তাহলে অল্প কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই পানিরোধী স্মার্টওয়াচ কিনবেন।
• আপনি ঠিক যে সকল সুবিধার জন্য স্মার্টওয়াচ কিনতে চাচ্ছেন সেটি ওয়াচের ডিসপ্লে তে প্রদর্শিত হয়ে থাকে কিনা সেটা যাচাই করে নিন। তা না হলে এটি সময় বাঁচানোর চেয়ে সময় নষ্ট করবে বেশি।
• বর্তমান বাজারে ৫০০ টাকা থেকে শুরু করে লাখ টাকা দামের স্মার্টওয়াচ পাওয়া যায়। তাই আপনার বাজেট অনুযায়ী নির্দিষ্ট মডেলের স্মার্টওয়াচ চুস করুন।।
আপনার যদি স্মার্ট ওয়াচ কেনার বাজেট ১০,০০০ এর মত হয় তাহলে অ্যাপল এবং samsung সহ জনপ্রিয় ব্যান্ডের স্মার্ট ওয়াচ গুলো কিনতে পারেন। তবে এ সকল দামি ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ কেনার আগে অবশ্যই ওয়ারেন্টি এবং গ্যারান্টি সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন।
স্মার্ট ওয়াচ কেনার সময় যে বিষয় গুলো খেয়াল রাখবেন জানতে এখানে প্রবেশ করুন।