৭ দফা দাবিতে রিকশাচালকদের অবরোধ
- আপডেট সময় : ০২:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
আনসার সদস্যদের আন্দোলনে ব্যর্থ হওয়ার পর এবার ঢাকায় ব্যাটারি ও মোটর চালিত রিকশা চলাচল বন্ধ করার দাবিতে শাহবাগে আন্দোলনে অবস্থান নিয়েছে রিকশাচালকরা।
আজ ২৬ শে আগস্ট সোমবার সকাল ১০ টার দিকে রিক্সা চালকরা এই আন্দোলনে অংশ নেন। মূলত ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি।
বিক্ষোভ আন্দোলনে অংশ নেওয়া রিক্সাওয়ালাদের দাবি হচ্ছে, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মতো করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে রিকশাচালকদের নতুন মালিকানা এবং লাইসেন্স প্রদান করতে হবে। সেই সাথে পুরাতন লাইসেন্স গুলি নবায়ন করতে হবে।
অসুস্থ রিকশাচালকদের ফ্রি মেডিকেল এবং স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে।
ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সকল রিকশাচালক লাইসেন্স প্রাপ্ত তাদের কে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।
রিক্সা বাংলাদেশের এবং বাঙালির ঐতিহ্যবাহী একটি বাহন। নৌকা, পালকি কিংবা ঘোড়ার গাড়ির মতো এটিকেও জাতীয় যাদুঘরের স্থান দিতে হবে। রিকশা চালকদের আরও দাবি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদেরকে পুনর্বাসন এবং সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে।
৭ দফা দাবিতে রিকশাচালকদের অবরোধ
বিগত সরকারের আমলে ঢাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন চাঁদাবাজের অধিপত্য বিস্তার করে বেআইনিভাবে বিশেষ পোশাকে যারা রিক্সা চালিয়ে আসছেন তাদেরকে উচ্ছেদ করে প্যাডেল চালিত রিকশাওয়ালাদের স্থান দিতে হবে।
এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন কয়েক হাজার সাধারণ আনসার সদস্য। এমনকি রাতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ হয়। কিন্তু শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে টিকতে না পেরে তারা পালিয়ে যান।
সেই আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আবার রিক্সাচালকরা নিজেদের ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে।
এদিকে রিকশাচালকদের আন্দোলনের মুখে শাহবাগ মোড়ে বেশ যানজট সৃষ্টি হয়েছে। প্রয়োজন মত রিক্সা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন অনেক যাত্রী। সেই সাথে অন্যান্য গাড়ি চলাচল বেশ ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ এ আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে দেশ পরিচালনার জন্য হঠন করা হয় অন্তবর্তীকালীন সরকার এবং এই সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ড. মোহাম্মদ ইউনুস।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা দাবী দাওয়া নিয়ে বিভিন্ন বিভাগের লোক আন্দোলন করে আসছেন। যার সর্বশেষে রয়েছেন এই রিক্সাচালকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা ২০২৪, জানতে এখানে প্রবেশ করুন।