জীবন সম্পর্কে রতন টাটার কয়েকটি উপদেশ
- আপডেট সময় : ০৯:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটা কে চেনে না এরকম মানুষ পাওয়া যাবে না। তিনি শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তাই ছিলেন না বরং মানবতার ফেরিওয়ালা হিসেবে তিনি অনেক সুপরিচিত। জনকল্যাণমূলক বহু প্রতিষ্ঠান তিনি রেখে গেছেন মানব কল্যাণে। অত্যন্ত সাধারণ জীবন যাপনের জন্যও তিনি বিখ্যাত ছিলেন। তার অসাধারণ বুদ্ধিমত্তা এবং নেতৃত্বের জন্য পুরো বিশ্বজুড়ে তিনি যথেষ্ট সমাদৃত।
সুদীর্ঘ ৮৬ বছরের জীবন কালে বিভিন্ন অনুপ্রেরণামূলক এবং উপদেশ মূলক কথা তিনি বলেছেন। চলুন সংগৃহীত সেরকমই কিছু উঠতে চায় নেওয়া যাক।
জীবন সম্পর্কে রতন টাটার কয়েকটি উপদেশ
১। তার মতে জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়াটা আসলে কোন উত্তম কাজ নয়। বরং যে কোন সিদ্ধান্ত নিয়ে সেটিকে সঠিক প্রমাণিত করাই হচ্ছে আসল ব্যক্তিত্বের পরিচয়।
২। কেউ কখনো একটি লোহাকে ধ্বংস করতে পারে না। কিন্তু ভেবে দেখুন এই লোহায় নিজেকে মরিচায় পরিণত করে ধ্বংস করে ফেলে। ঠিক তেমনিভাবে আপনি যদি নিজেই নিজের পরিণতি না দেখতে চান তাহলে কেউ আপনাকে ঠেকাতে পারবেনা। তাই সবসময় নিজের মানসিকতাকে শক্তিশালী করুন।
৩। পৃথিবীর দুটি আকাঙ্ক্ষিত জিনিস ক্ষমতা এবং সম্পদ এই দুটির কোনটি ছিল না রতন টাটার প্রধান পণ্য গুলোর মধ্যে। কারণ মানুষের জীবন যাপনের সব হাসিখুশি নষ্টের মূল থাকে এই দুটি জিনিস।
৪। যে ব্যক্তি কোন ঝুঁকি নিতে পারে না তার পুরো জীবনটাই ঝুঁকির মধ্যে পড়ে যায়। অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তনশীল এই বিশ্বে সফল হওয়ার একমাত্র উপায় হচ্ছে ঝুঁকি নিয়ে কাজ করা।
৫। রতন টাটার মতে, তারাই সবচাইতে যোগ্য নেতা যারা কিনা নিজের চাইতেও অনেক বেশি বুদ্ধিমান সহকারী রাখেন।
৬। আপনি যখন অন্য কারো সাথে যোগাযোগ স্থাপন করবেন তখন সহানুভূতি এবং করুণা অবশ্যই রাখবেন।
৭। যে ব্যক্তি নেতৃত্ব দেয় সে কখনোই অজুহাত দেখায় না বরং সকল কিছুর দায়িত্ব নেয়।
৮। রতন টাটা বলেছেন কখনোই সুযোগ আসার জন্য অপেক্ষা করবে না। বরং নিজেই নিজের সুযোগ তৈরি করে নিবে। কারণ তোমার জীবনের সুযোগ নাও আসতে পারে।
৯। তুমি যদি অত্যন্ত দ্রুতগতিতে হাঁটতে চাও তাহলে একা পথ চলা কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একসঙ্গে হাট। এখানে তিনি দলগত কাজকে বুঝিয়েছেন।
১০। রতন টাকা কখনোই কাজ এবং জীবনের মধ্যেও ভারসাম্যে বিশ্বাস করতেন না। তিনি মূলত জীবন এবং কাজের এই দুটির মধ্যে কার একতীভূতকরণ সম্পর্কে বিশ্বাস করতেন।
বিখ্যাত এই ব্যক্তি কিছুদিন আগেই চির বিদায় নিয়ে চলে গিয়েছেন। কিন্তু রতন টাটা তার কাজের মাধ্যমে সবার মাঝে বেঁচে থাকবেন।
সহজে ছারপোকা তাড়ানোর উপায় জানতে এখানে প্রবেশ করুন।