দুই বিসিএস পরীক্ষা স্থগিতের ব্যাপারে কি বলছে পিএসসি
- আপডেট সময় : ১১:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকারি কর্মকমিশন বা পিএসসি একদিনের ঘোষণা হয় দুটি বিশেষ পরীক্ষার স্থগিত করেছে। উক্ত বিসিএস পরীক্ষার দুটি হচ্ছে ৪৪ তম এবং ৪৬ তম বিসিএস।
এগুলোর মধ্যে আবার ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষার স্থগিত করা হয়েছে এবং ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষার হয়েছে। তবে স্থগিত বিশেষ পরীক্ষা ঠিক কবে থেকে শুরু হবে সে ব্যাপারে কোন কিছু করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দেশ জুড়ে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সরকার কি নির্দেশনা দেয় সে অপেক্ষায় আছে সরকারি কর্ম কমিশন। দিকনির্দেশনা পেলেই পিএসসির কর্মকাণ্ড স্বাভাবিক হবে বলে ধারণা করা যাচ্ছে।
স্থগিত বিসিএস পরীক্ষার ভিতরে ৪৬ তম লিখিত পরীক্ষা ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল। এ সংক্রান্ত পরীক্ষার সময়সূচি ইতিমধ্য প্রকাশ করেছে পিএসসি। কিন্তু গত ২৫ শে আগস্ট রবিবার সরকারি কর্মকমিশন থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে। সেখানে পরীক্ষা স্থগিতার বিষয়টি জানানো হয়েছে।
স্থগিত হওয়া বিসিএস পরীক্ষার মধ্যে ৪৬ তম প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৩৮ জন চাকরির প্রত্যাশী। এ সকল উত্তীর্ণ পরীক্ষার্থীদে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। এই বিসিএসের শূন্যপদ রয়েছে ৩ হাজার ১৪০ টি। যার মধ্যে সবচাইতে বেশি শূন্য পদ রয়েছে স্বাস্থ্য ক্যাডারে। বিভিন্ন বিভাগের শিক্ষা ক্যাডারে নিয়োগ দেয়া হবে মোট ৫২০ জন।
দুই বিসিএস পরীক্ষা স্থগিতের ব্যাপারে কি বলছে পিএসসি
স্থগিত বিসিএস এর ৪৪ তম পরীক্ষার মৌখিক পরীক্ষা নেওয়ার কথা থাকলে সেটা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক ১২০ জন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে সেটাও স্থগিত হয়ে গিয়েছে।
৪৪ তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ক্যাডারে মোট ১৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। যার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক ৭৭৬ জন শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রদান করা হবে।
বাংলাদেশের তরুণ যুবকদের মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে বিসিএস পরীক্ষা। প্রত্যেক শিক্ষার্থী তাদের ইউনিভার্সিটির শেষ করে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করে।
বিসিএস পরীক্ষা মূলত ৩ টি ধাপে সম্পন্ন হয়ে থাকে প্রথম ধরে প্রিলিমিনারি দ্বিতীয় ধাপে লিখিত এবং সর্বশেষ ধাপে ভেবে পরীক্ষা।
কিন্তু সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থগিত বিসিএস পরীক্ষার মধ্যেও ৪৬ তম লিখিত এবং ৪৪ তম ভাগ্যের পরীক্ষা ঠিক কবে নাগাদ নেয়া হবে এ ব্যাপারে কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
জামিনে মুক্তি পেয়েছেন জসীম উদ্দীন রহমানী, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।