মোবাইল দিয়ে বিকাশ থেকে টাকা আয় করা
- আপডেট সময় : ০২:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন ভিত্তিক কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে মোবাইল দিয়ে টাকা আয় করার বিভিন্ন উপায় বা কাজ। কোনরকম ল্যাপটপ কিংবা কম্পিউটারের সাহায্য ছাড়া মোবাইল দিয়েও ঘরে বসে বেশ টাকা আয় করা যায়। আজকে আমি সেরকমই একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে।
মোবাইল দিয়ে বিকাশ থেকে টাকা আয় করার উপায়
আপনারা নিশ্চয়ই বিকাশের নাম শুনেছেন। এটি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ। এই আপনারা কি জানেন এই বিকাশ দিয়ে টাকা আয় করা যায়?
না জেনে থাকলে চলুন জেনে নেই কিভাবে বিকাশ থেকে টাকা ইনকাম করতে পারবেন। টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের পাশাপাশি আমরা বিকাশ, নগদ, রকেট ইত্যাদিও ব্যাপক হারে ব্যবহার করে থাকি। কারণ এর মাধ্যমে ইনস্ট্যান্ট এবং অল্প সময়ের মাধ্যমে দেশ এবং বিদেশে লেনদেন করা যায়। তাই দিন দিন এর জনপ্রিয়তা এবং ব্যবহার বেড়েই চলছে।
বিকাশ থেকে টাকা আয় করার নিয়ম
এই পদ্ধতিতে আপনার অবশ্যই একটি স্মার্টফোন এবং বিকাশ অ্যাপ প্রয়োজন হবে। আবার শুধু বিকাশ অ্যাপ থাকলেই হবে না বরং একটি বিকাশ অ্যাকাউন্টও থাকতে হবে।
১. প্রথমে আপনার স্মার্টফোনের ইন্টারনেট সংযোগ দিয়ে বিকাশ অ্যাপ এ প্রবেশ করুন। তারপর অ্যাপ এ প্রবেশ করে ডানদিকের বিকাশ লোগোতে চাপ দিন।
২. বিকাশ লোগোতে চাপ দিলে সেখানে রেফার বিকাশ অ্যাপ নামে একটি অপশন দেখতে পারবেন। এই অপশনটিতে প্রবেশ করুন।
৩. এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন; হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ইমেইল কিংবা এসএমএসের মাধ্যমে আপনাকে বিকাশ অ্যাপ শেয়ার করতে বলা হবে। আপনি যে মাধ্যমটির সুবিধাজনক মনে করেন সেটিতে চাপ দিয়ে অ্যাপটি আরেকজন বিকাশ ব্যবহারকারীকে শেয়ার করে দিন।
মোবাইল দিয়ে বিকাশ থেকে টাকা আয় করা
এ সময় অবশ্যই খেয়াল রাখবেন যাকে অ্যাপটি শেয়ার করে দিচ্ছেন তার স্মার্টফোন থাকতে হবে। এবং ইতিমধ্যে তিনি বিকাশ অ্যাপ কখনো ব্যবহার করেননি এমন গ্রাহক হতে হবে।
অ্যাপটি শেয়ার করা হলে সেই গ্রাহকের ফোনের মাধ্যমে অ্যাড্রেসের মাধ্যমে বিকাশ অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটল করে জাতীয় পরিচয়পত্র দিয়ে ছবি তোলার ভেরিফিকেশন করলে তিনি ২৫ টাকা বোনাস পেয়ে যাবেন।
৪. আপনি যার ফোনে বিকাশ একাউন্ট ওপেন করেছেন তিনি যদি পরবর্তীতে মোবাইল রিচার্জ কিংবা ক্যাশ আউট করেন আরো ২৫ টাকা বোনাস পাবেন। উনার পাশাপাশি আপনিও রেফার করার জন্য ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন।
এভাবে আপনি যত বেশি রেফার করবেন আপনার একাউন্টে তত বেশি টাকা জমা হবে।
এভাবে আপনি বিকাশ থেকে টাকা আয় করতে পারেন। এর নির্দিষ্ট কোন লিমিট নেই। তবে বিকাশের নীতিমালা গুলি অবশ্যই প্রযোজ্য হবে।
নতুন আইফোন কবে আসবে জানতে এখানে প্রবেশ করুন।