বাথরুমের গন্ধ দূর করার উপায় জেনে নিন
- আপডেট সময় : ১০:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
আপনার রুম কিংবা বাড়ি যত সুন্দরই হোক না কেন বাথরুমে ঢুকে যদি কেউ দুর্গন্ধ অনুভব করেন তাহলে পুরো মান সম্মান যেন ধুলোয় মিশে যায়। তাইতো বাথরুমের গন্ধ দূর করার উপায় জেনে নিয়ে নিজের সম্মান রক্ষা করুন। কারো ওয়াশরুমে গন্ধ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কোন অতিথি এসে যদি এরকম পরিস্থিতি দেখতে পায় তাহলে বিষয়টা বেশ বিব্রতকর। আবার অনেক সময় গন্ধ এবং পরিবেশ এতটাই বাজে হয়ে যায় যে নিজ বাসার লোকজনও সেখানে যেতে চায় না।
ওয়াশরুমের দুর্গন্ধ দূর করার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাস্থ্য সচেতনতা এবং জীবাণু মুক্ত থাকা। দেশের প্রতিটি বাড়িতেই একটি আলাদা করে শৌচালয় কিংবা ওয়াশরুম থাকে। এটিকে দুর্গন্ধ মুক্ত এবং জীবাণু মুক্ত রাখার উপরে আমাদের সু-স্বাস্থ্য অনেকটা নির্ভর করে।
চলুন প্রথমে জেনে নেই বাথরুমে দুর্গন্ধ কেন হয়
পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার না করা, শৌচাগারে ব্যবহৃত জিনিসপত্র নিয়মিত পরিষ্কার না করা। পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচলের জায়গা না থাকা ইত্যাদি কারণে বাথরুমে দুর্গন্ধ হতে পারে।
বাথরুমের দুর্গন্ধ দূর করার উপায় গুলি কি কি
• যদি বাইরে থেকে বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে একটি এডজাস্ট ফ্যান ব্যবহার করুন। এতে করে ভেতরের পরিবেশ অনেকটাই স্বাস্থ্যকর থাকবে।
• নিয়মিত পরিষ্কার করুন। আপনার বাসায় যদি পরিষ্কার করার মত কেউ না থাকে তাহলে অনেক সুইপার পাওয়া যায় যারা এই ধরনের কাজ করে থাকে।
• ওয়াশরুমে ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র, সাবান, হ্যান্ডওয়াশ ইত্যাদি নিয়মিত ব্যবহারের পর পরিষ্কার রাখুন এবং পরিবর্তন করুন।
• বেসিনে কিংবা ফ্লোরে বিভিন্ন রকমের ময়লা জমে কিংবা চুল জমে থাকলে সেখান থেকে গন্ধ ছড়াতে পারে।
• ওয়াশরুমের আশেপাশের পরিবেশ যতটা সম্ভব শুকনো রাখার চেষ্টা করুন।
ওয়াশরুমের গন্ধ দূর করে সুগন্ধি বাড়ানোর উপায় কি
• বাথরুমের দুর্গন্ধ দূর করে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য বাজারে বিভিন্ন রকমের সুগন্ধি পাওয়া যায়। এগুলো কিনে এনে ওয়াশরুমের ভেতরে কোন এক জায়গায় টাঙিয়ে রাখতে পারেন।
• ঘরোয়া পদ্ধতিতে ভিনেগার এবং লেবুর রস মিশ্রিত করে একটি পানীয় তৈরি করুন। তারপর এটি ওয়াশরুমের বিভিন্ন জায়গায় স্প্রে করে দিন। এতে করে যেরকম দুর্গন্ধ দূর হবে ঠিক তেমনিভাবে বাথরুমের জিনিসপত্র জীবাণুমুক্ত করতে পারবেন।
আশা করি বাথরুমের দুর্গন্ধ দূর করার উপায় গুলোর সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। শুধুমাত্র আত্মীয়-স্বজনের কাছে মান সম্মান রক্ষাই নয় বরং নিজেরা সুস্থ থাকার কারণে ওয়াশরুম নিয়মিত পরিষ্কার করা উচিত। আবার ওয়াশ রুমের ভেতরে কোন একটি আসবাবপত্র আমরা পাল্টানোর কথা ভুলে যাই। তাই একটি জিনিস দীর্ঘদিন ধরে ব্যবহার না করে মাঝে মাঝে এটিকে পরিবর্তন করুন।
ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসেবে কেমন, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।