বক্স অফিসে সফল স্ত্রী ২
- আপডেট সময় : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
২০১৮ সালে সর্বপ্রথম মুক্তি পায় সাড়া জাগানো হরর কমিটি সিনেমা “স্ত্রী”। কমেডি হরর টাইপের এই সিনেমাটি দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছিল। এটির মূল চরিত্রে ছিলেন শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও। দীর্ঘ ছয় বছর পরে সেই সিনেমার সিকুয়েল স্ত্রীর ২ ভক্তদের মনে আবারও সারা জাগিয়েছে। গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে স্ত্রী ২।
মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড গড়ে তুলেছে রাজকুমার রাও অভিনীত এই সিনেমাটি। শুধুমাত্র ১৪ ই আগস্ট মুক্তির দিনেই বক্স অফিসে সিনেমাটির কালেকশন ছিল ৭৬ কোটি ৫ লাখ রুপি। দ্বিতীয় দিনেই ১০০ কোটি রুপির আয়ের রেকর্ড করে এই সিনেমাটি। গত ১৭ আগস্ট শনিবার পর্যন্ত ইন্ডিয়ার বক্স অফিস থেকে স্ত্রী ২ সিনেমাটির আয় হয়েছে প্রায় ১৪০ কোটি রুপির বেশি।
হরর কমেডি ধাচের এই সিনেমাটির প্রতি দর্শকদের কেন এত আগ্রহ তার কারণ জানার চেষ্টা করেছে ভারতীয় গণমাধ্যম গুলো। সেগুলোর মধ্যে রয়েছে:
রাজকুমার রাও এর অসাধারণ অভিনয়
বলা হয়ে থাকে রাজকুমার রাও নাকি বলিউডের অলরাউন্ডার অভিনেতা। সব ধরনের চরিত্রের সাথে নিজেকে অনেক সুন্দর ভাবে মানিয়ে নিতে পারেন। সে হিসেবে স্ত্রীর ২ সিনেমাটিতেও বেশ প্রশংসা করিয়েছেন। তার অসাধারণ পারফরম্যান্সের জন্যই দর্শকরা আরও বেশি আগ্রহ পেয়েছেন এবং সিনেমাটি উপভোগ করেছেন।
বক্স অফিসে সফল স্ত্রী ২
হরর কমিটির দারুণ সংযোগ
বক্স অফিসে এবং দর্শকদের মনে সিনেমাটি অনেক ভালো করার অন্যতম একটি কারণ হচ্ছে এটি চিত্রনাট্য অনেক শক্তিশালী। এই সিনেমাটিতে যে ধরনের সিচুয়েশনাল কমিটি সিন রয়েছে যেগুলো দর্শকদেরকে খুব আনন্দ দিয়েছে।
রোমাঞ্চকর গল্প এবং নতুন রহস্য
যেকোনো সিনেমা বানাতে গিয়ে পরিচালকরা সাধারণত অনেকটাই তালগোল পাকিয়ে ফেলেন। কিন্তু স্ত্রীর ২ সিনেমাটির ক্ষেত্রে এমন কিছুই ঘটেনি।
সিনেমাটির পরিচালক অমরপুর শেখ এখানে সবচাইতে গুণের প্রমাণ দিয়েছেন। নতুন গল্পের রহস্য দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন।
যত্ন নিয়ে নির্মাণ
সাধারণত প্রথম সিনেমার সফলতার সিনেমা গুলোতে খুব একটা যত্ন নেওয়া হয় না। শুধুমাত্র দর্শকদের চাহিদার উপরে ভিত্তিক নির্মাণ করা হয়। কিন্তু স্ত্রী ২ সিনেমাটি তার ব্যতিক্রম।
প্রোডাকশন ভ্যালু
যেহেতু সিনেমাটি হরর কমিটির মিশ্রণ তাই এখানে অনেক গ্রাফিক্স এবং ভিএফএক্স এে ব্যবহার করা হয়েছে। যা পুরোপুরি বাস্তবসম্মত। তাই স্ত্রী ২ সিনেমাটি দর্শকদের কাছে আরও অনেক বেশি উপভোগ্য হয়ে উঠেছে।