বদলে যাচ্ছে পুলিশের পোশাক এবং লোগো
- আপডেট সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
পুলিশের পোশাক এবং লোগো বদলে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর পুলিশের অধীনস্থ কর্মকর্তারা ১১ দফা দাবির পূরণের আবেদন জানিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসর প্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন আন্দোলনরত পুলিশে সদস্যদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। উক্ত বৈঠকে পুলিশ সদস্যদের ইউনিফর্ম এবং লোগোর পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১১ ই আগস্ট রবিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের এই বৈঠকটি সম্পন্ন হয়।
উক্ত বৈঠকে পুলিশ সদস্যদের ১১ দফা দাবির কয়েকটি অতি দ্রুত সময়ের মধ্যে পূরণ করার আশ্বাস দেয়া হয়েছে। সেই সাথে বাকি দাবি গুলো পূরণ করতে কিছুটা সময় লাগবে বলে তিনি জানিয়েছেন। বেশ কিছুদিন যাবত দেশের পুলিশেরা কর্মবিরতি দিয়ে আন্দোলন পালন করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠকের পর থেকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দেন।
পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্তের পাশাপাশি সেখানে আরও সিদ্ধান্ত নেয়া হয়েছে পুলিশের উপরে কোন ধরনের হামলা চালানো যাবে না। যদি কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগে জানাতে হবে।
বদলে যাচ্ছে পুলিশের পোশাক এবং লোগো
দেশজুড়ে কোটার সংস্কার আন্দোলনের পর সরকার পরিবর্তন হলে দেশজুড়ে কিছুটা সহিংসতা তৈরি হয়। বিভিন্ন থানার হামলা এবং ভাঙচুর করা হয়। এতে করে বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন সেই আহত পরি সদস্যদের পরিদর্শন করেন। সেই সাথে আরো ঘোষণা দেন পুলিশের পোশাক এবং লোগো পরিবর্তিত হবে। এর কারণ হিসেবে জানা যায় কর্ম বিরতিতে যাওয়ার পর পুলিশ সদস্যরা আর এই পোশাকে ফিরতে চান না। তারা পুলিশের নতুন পোশাক এবং লোগো নিয়ে কর্মে আসতে চান।
সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও জানান, যে সকল পুলিশ সদস্যরা অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে রংপুরে আবু সাঈদের নিহতের ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত অন্যান্য সদস্যদেরও শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি জানিয়েছেন। তার পাশাপাশি যারা এরকম নেতার জন্য ঘটনার হুকুম দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।
রাজনৈতিক কাজে পুলিশ বাহিনীকে কেউ যেন ব্যবহার করতে না পারে সেজন্য পুলিশ কমিশন নীতি গঠন করা হবে। সেই সাথে পুলিশের নতুন পোশাক এবং লোগো নিয়ে কর্মে ফিরবে পুলিশ সদস্যরা।







