পাসপোর্ট করতে কি কি লাগে জেনে নিন
- আপডেট সময় : ১২:৪৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
আপনি কি সম্প্রতি বিদেশ যেতে যাচ্ছেন কিন্তু পাসপোর্ট করতে কি কি লাগে সেটি জানেন না। আজকের এই আর্টিকেলটি পুরো মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন পাসপোর্ট করতে কি কি লাগে এবং এ সম্পর্কিত খুঁটিনাটি সকল বিষয়।
বর্তমান ডিজিটাল বাংলাদেশে এখন আর পুরনো এমআরপি পাসপোর্ট দেওয়া হয় না। এর পরিবর্তে নতুন ই পাসপোর্ট ইস্যু করা হয়। তাই আপনি চাইলেও আর এমআরপি পাসপোর্ট করতে পারবেন না। আবার ১৫ পুরনো এমআরপি পাসপোর্ট রিনিউ করতে গেলে ই-পাসপোর্ট দেওয়া হয়। এশিয়ার মধ্যে বাংলাদেশেই সর্বপ্রথম ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। এর ফলে কোন প্রকার দালাল ছাড়াই আপনি অনলাইনে এই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন।
তবে পাসপোর্ট সম্পন্ন করার জন্য প্রয়োজন কিছু ডকুমেন্টস এবং তথ্য। সে সম্পর্কে জানতে হলে আপনাকে আগে জানতে হবে পাসপোর্ট এর ধরনসমূহ।
পাসপোর্ট সাধারণত ৩ ধরনের হয়ে থাকে।
১. শিশুদের জন্য পাসপোর্ট
২. প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য পাসপোর্ট
৩. সরকারি চাকরিজীবীদের জন্য পাসপোর্ট
এর ধরন অনুযায়ী নির্ভর করে পাসপোর্ট করতে কি কি লাগে। তবে শিশুদের জন্য এবং প্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্ট এর প্রক্রিয়ায় একই রকম। কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত ডকুমেন্টস হিসেবে NOC এবং GO সার্টিফিকেট প্রয়োজন। যেদিকে গভারমেন্ট অর্ডার বলা।
পাসপোর্ট করতে কি কি লাগে?
১. জাতীয় পরিচয় পত্র অথবা এনআইডি এর কপি।
২. ইউনিয়ন, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
৩. স্থায়ী ঠিকানার বাসার বিদ্যুৎ বিলের কপি।
৪. অনলাইনে আবেদন করার সামারি (Summary)
৫. অনলাইনে করা আবেদনের কপি (এটি সাধারণত তিনটি পেইজের হয়ে থাকে)
৬. অনলাইনে আবেদন করার পর পরিশোধকৃত টাকার ব্যাংক ড্রাফট।
পাসপোর্ট করতে কি কি লাগে জেনে নিন
৭. আবেদনকারী যদি শিক্ষার্থী হয় তাহলে স্টুডেন্ট কার্ড অথবা একাডেমিক সার্টিফিকেট।
৮. পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৯. বিবাহিত হলে নিকাহনামা।
১০. 3R সাইজের রঙিন ছবি। অবশ্যই সদ্য তোলা হতে হবে।
১১. আবেদনকারী যদি শিশু হয় তাহলে জন্ম নিবন্ধন সনদ। অনলাইন হতে হবে এবং ইংরেজি হতে হবে।
১২. সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে NOC এবং GO সার্টিফিকেট।
বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছরের নিচে ছেলেমেয়েদের শিশু হিসেবে গণ্য হয়। এ ক্ষেত্রে জন্য জন্মসনদ হলে আবেদন করা যাবে। কিন্তু বয়স ১৮ বছরের উপরে হলে অবশ্যই ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে। পাসপোর্ট করতে কি কি লাগে সেটির তালিকা উপরে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন।
তবে পাসপোর্ট করার সময় বিভিন্ন তথ্য এবং কাগজপত্র গুলো বারবার রিভিশন দিয়ে নিবেন। কারণ এ সকল ক্ষেত্রে সামান্য নামের বানান ভুল কিংবা ছোট একটি কারণে আপনার ভেরি পাসপোর্ট বাতিল হয়ে যেতে পারে। সেই সাথে বিভিন্ন দেশের ইমিগ্রেশনে পড়তে পারেন নানা রকম জটিলতায়।
তাই পাসপোর্ট আবেদন করার আগে পাসপোর্ট করতে কি কি লাগে সেটার একটি তালিকা তৈরি করে আপনার সমস্ত কাগজপত্র গুলি জোগাড় করে রাখুন।
ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে জানতে এখানে প্রবেশ করুন।