নামাজে বাংলায় দোয়া করা যাবে কি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে

নামাজে বাংলায় দোয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুসলমানদের জন্য অন্যতম ইবাদত হচ্ছে নামাজ পড়া। তাইতো নামাজে বাংলায় দোয়া করা যাবে কিনা এ ব্যাপারে অনেকেই সংশয় ভোগেন। অথবা নামাজের সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা সে ব্যাপারে অনেকেই জানতে চান।

ইবাদতের মাঝে যা কিছু করা হয় সবই ইবাদতের অন্তর্ভুক্ত। তাই ইবাদতের মাঝে দোয়া করাটাও ইবাদতের অংশ। আর নামাজ সহ অন্যান্য ইবাদত আরবি ভাষায় করতে হয়। অন্য ভাষায় করলে সেটি আদায় হয় না। যেমন হজের তাকবির, নামাজের ইকামত ইত্যাদি অবশ্যই আরবিতে করতে হবে।
সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি

সেই হিসেবে অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না। দোয়া করতে হবে আরবি ভাষায় বা কুরআন হাদিসে বর্ণিত দোয়াই কেবল করা যাবে। নামাজের মধ্যে দোয়া করতে হলে সেটি অবশ্যই আরবি দোয়াই করতে হবে এটি বিধান।

নামাজে বাংলায় দোয়া করা যাবে কিনা?

আমাদের ফরজ নামাজের সময় সিজদায় গিয়ে তসবীহ পড়া ছাড়া বড় কোন দোয়া করা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের সেজদায় গিয়ে দীর্ঘক্ষণ দোয়া করেছেন।

হাদিসে বর্ণিত যে দোয়া গুলি রয়েছে আমাদের উচিত সেগুলো সিজদায় গিয়ে পাঠ করা। জানা না থাকলে অবশ্যই সেগুলো মুখস্ত করে নেওয়া উচিত।

নফল নামাজ কিংবা তাহাজ্জুদ নামাজের সেজদায় গিয়ে কুরআন এবং হাদিস বর্ণিত সকল দোয়াই করা যাবে বা পাঠ করা যাবে। এমনকি দোয়ার শব্দের সমার্থক শব্দগুলো ব্যবহার করেও দোয়া করা যাবে। আপনি ইহকাল বা পরকালের জন্য দোয়া করতে পারেন। কিন্তু দুনিয়ার স্বার্থে কোন দোয়া করা যাবে না। সেই সাথে নামাজে বাংলায় দোয়া করা যাবে না।

সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি

আপনি যদি নামাজের সেজদায় গিয়ে দুনিয়ার কোন জিনিসপত্র কিংবা এই সম্পর্কিত দোয়া করেন তাহলে নামাজ ভেঙ্গে যাবে।। উদাহরণস্বরূপ বলা যায় হে মহান আল্লাহ আমাকে ১ লাখ টাকা দান করুন। এরকম দোয়া করা আলেমগণের মতে অনুচিত।

আপনি নামাজে আল্লাহর কাছে পরকালের জন্য জান্নাত চাইতে পারেন।

আশা করি নামাজে বাংলায় দোয়া করা যাবে কিনা এ ব্যাপারে আপনাদের কিছুটা ধারণা হয়েছে।

নামাজ একটি স্বতন্ত্র ফরজ ইবাদত। আর এই ইবাদত আরবি ভাষাই করতে হবে।

আমাদের মনের সকল আকাঙ্ক্ষা এবং দোয়া গুলি আমরা নামাজ শেষে মহান আল্লাহতালার কাছে হাত পেতে চাইতে পারি। এমনকি দিনের যে কোন অংশেও আমরা আল্লাহর কাছে চাইতে পারি। কিন্তু নামাজে বাংলায় দোয়া করা যাবে না।

মোবাইল আসক্তি কমানোর উপায় জানতে এখানে প্রবেশ করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নামাজে বাংলায় দোয়া করা যাবে কি

আপডেট সময় : ১১:০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

মুসলমানদের জন্য অন্যতম ইবাদত হচ্ছে নামাজ পড়া। তাইতো নামাজে বাংলায় দোয়া করা যাবে কিনা এ ব্যাপারে অনেকেই সংশয় ভোগেন। অথবা নামাজের সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা সে ব্যাপারে অনেকেই জানতে চান।

ইবাদতের মাঝে যা কিছু করা হয় সবই ইবাদতের অন্তর্ভুক্ত। তাই ইবাদতের মাঝে দোয়া করাটাও ইবাদতের অংশ। আর নামাজ সহ অন্যান্য ইবাদত আরবি ভাষায় করতে হয়। অন্য ভাষায় করলে সেটি আদায় হয় না। যেমন হজের তাকবির, নামাজের ইকামত ইত্যাদি অবশ্যই আরবিতে করতে হবে।
সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি

সেই হিসেবে অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না। দোয়া করতে হবে আরবি ভাষায় বা কুরআন হাদিসে বর্ণিত দোয়াই কেবল করা যাবে। নামাজের মধ্যে দোয়া করতে হলে সেটি অবশ্যই আরবি দোয়াই করতে হবে এটি বিধান।

নামাজে বাংলায় দোয়া করা যাবে কিনা?

আমাদের ফরজ নামাজের সময় সিজদায় গিয়ে তসবীহ পড়া ছাড়া বড় কোন দোয়া করা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের সেজদায় গিয়ে দীর্ঘক্ষণ দোয়া করেছেন।

হাদিসে বর্ণিত যে দোয়া গুলি রয়েছে আমাদের উচিত সেগুলো সিজদায় গিয়ে পাঠ করা। জানা না থাকলে অবশ্যই সেগুলো মুখস্ত করে নেওয়া উচিত।

নফল নামাজ কিংবা তাহাজ্জুদ নামাজের সেজদায় গিয়ে কুরআন এবং হাদিস বর্ণিত সকল দোয়াই করা যাবে বা পাঠ করা যাবে। এমনকি দোয়ার শব্দের সমার্থক শব্দগুলো ব্যবহার করেও দোয়া করা যাবে। আপনি ইহকাল বা পরকালের জন্য দোয়া করতে পারেন। কিন্তু দুনিয়ার স্বার্থে কোন দোয়া করা যাবে না। সেই সাথে নামাজে বাংলায় দোয়া করা যাবে না।

সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি

আপনি যদি নামাজের সেজদায় গিয়ে দুনিয়ার কোন জিনিসপত্র কিংবা এই সম্পর্কিত দোয়া করেন তাহলে নামাজ ভেঙ্গে যাবে।। উদাহরণস্বরূপ বলা যায় হে মহান আল্লাহ আমাকে ১ লাখ টাকা দান করুন। এরকম দোয়া করা আলেমগণের মতে অনুচিত।

আপনি নামাজে আল্লাহর কাছে পরকালের জন্য জান্নাত চাইতে পারেন।

আশা করি নামাজে বাংলায় দোয়া করা যাবে কিনা এ ব্যাপারে আপনাদের কিছুটা ধারণা হয়েছে।

নামাজ একটি স্বতন্ত্র ফরজ ইবাদত। আর এই ইবাদত আরবি ভাষাই করতে হবে।

আমাদের মনের সকল আকাঙ্ক্ষা এবং দোয়া গুলি আমরা নামাজ শেষে মহান আল্লাহতালার কাছে হাত পেতে চাইতে পারি। এমনকি দিনের যে কোন অংশেও আমরা আল্লাহর কাছে চাইতে পারি। কিন্তু নামাজে বাংলায় দোয়া করা যাবে না।

মোবাইল আসক্তি কমানোর উপায় জানতে এখানে প্রবেশ করুন।