ডায়নামো এবং জেনারেটরের মধ্যে পার্থক্য কি
- আপডেট সময় : ১২:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
বিজ্ঞানের অন্যতম দুটি আবিস্কার ডায়নামো এবং জেনারেটরের মধ্যে পার্থক্য কি সেটি আজকে উপস্থাপন করব। বিদ্যুতের ব্যবহারের শুরুর দিকে ব্যাপকভাবে জনপ্রিয় এই দুইটি যন্ত্র এখনো আমাদের দৈনন্দিন জীবনে বেশ কাজে লাগে। শুনতে অনেকটা একরকম মনে হলেও এই দুইটির মধ্য রয়েছে বেশ কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য। সেগুলো জানার জন্য পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
ডায়নামো এবং জেনারেটরের মধ্যে পার্থক্য কি
বিদ্যুৎ উৎপাদন
প্রাচীনকালের সাইকেলে কিংবা গাড়িতে ব্যবহার করার হতো ডায়নামো। যেটি মূলত ডিসি কিংবা ডিরেক্ট কারেন্ট উৎপন্ন করে। কিন্তু আধুনিক যুগের জেনারেটর উৎপন্ন করে এসি কিংবা অল্টারনেটিভ করেন্ট। এখানেই সবচাইতে চাইতে বড় পার্থক্যটি রয়েছে।
যদি আরো বিস্তারিত বলতে চা,ই তাহলে ডায়নামোর শুধুমাত্র এক ধরনের ডিসি কারেন্ট তৈরি করতে পারে। কিন্তু একটি জেনারেটর অবশ্যই ডিসি বিদ্যুৎ টিকে প্রডিউস করে এসি কারেন্টে রূপান্তর করতে পারে।
ডিজাইনের ভিন্নতা
একটি ডায়নামতে সাধারণত কম্যুলেটর ব্যবহার করা হয়। যেটি একটি কোয়েলের ভেতর দিয়ে ঘুরে একটি নির্বিচ্ছন্নভাবে ডিরেক্ট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। কিন্তু জেনারেটরের ভিতরে এ ধরনের কম্যুলেটর ইউজ করা হয় না।
ব্যবহারের ক্ষেত্রে
সাধারণত ছোট খাটো যন্ত্রপাতি অথবা সাইকেল, গাড়ি ইত্যাদি ক্ষেত্রে ডায়নামো ব্যবহার করা হয়। শুধুমাত্র লাইট কিংবা ছোট বৈদ্যুতিক যন্ত্র চালানোর ক্ষেত্রে এটি খুবই উপযোগী।
বড় আকারের বিদ্যুৎ সরবরাহের জন্য যেমন বিভিন্ন মিলকারখানা, বাসা, বাড়ি ইত্যাদি স্থানে জেনারেটর ব্যবহার করা হয়। কারণ এটি অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে।
বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা
ডায়নামো এবং জেনারেটরের মধ্যে পার্থক্য গুলোর মধ্যে অন্যতম হচ্ছে এদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিন্নতা। একটি ডায়নামো দিয়ে খুব কম পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যায়। সে ক্ষেত্রে একটি জেনারেটর বিশাল পরিমাণের কারেন্ট উৎপন্ন করা যায়।
জ্বালানির ব্যবহার
যেহেতু বিভিন্ন ধরনের গাড়ি এবং সাইকেলের চাকায় ডায়নামো ব্যবহার করা হয় তাই এটা চালানোর জন্য আলাদা ধরনের কোন জ্বালানি প্রয়োজন হয় না। কিন্তু একটি জেনারেটর চালু রাখার জন্য জ্বালানি তেল প্রয়োজন হয়। এজ্বালানি শক্তিই মূলত মোটরের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে পরবর্তীতে রূপান্তরিত হয়।
ডায়নামো এবং জেনারেটরের ব্যবহার
বিভিন্ন অফিস, আদালত, মিলকারখানা, বিয়ের অনুষ্ঠান, বাজার ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহার করা হয় জেনারেটর। ধরুন আপনার ছোটখাটো একটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এর প্রয়োজন। কিন্তু লোডশেডিং এর কারণে সেটা সম্ভব হয় না। এজন্য এই প্রতিটি অফিস আদালত এবং প্রতিষ্ঠানে এই প্রয়োজনীয় ডিভাইসটি ব্যবহার করা হয়।
অপরদিকে, আগেকার দিনে রাতের বেলা সাইকেল চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হতো ডায়নামো। সাইকেলের চাকার সাথে এই যন্ত্রটি লাগিয়ে দিলে সেখান থেকে কিছু পরিমাণে বিদ্যুৎপন্ন হয়ে সামনের ছোট একটি বাল্ব জ্বালানো হতো। আপনার নিশ্চয় ছোটবেলায় বইতে এই ধরনের ছবি এবং টপিক্স করেছেন।
আমাদের শেষ কথা
আশা করি আপনারা ডায়নামো এবং জেনারেটরের মধ্যে পার্থক্য কি সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। বিজ্ঞানের এই দুটি বিষয় ও আবিষ্কারের সুফল মানব সভ্যতা এখনো ভোগ করছে। বিশেষ করে জেনারেটর ছাড়া আমাদের মানবজীবন যেন কল্পনাই করা যায় না।
বিশ্ব জরিপ সংস্থার মতে বাংলাদেশের জনসংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।