জামিনে মুক্তি পেয়েছেন জসীম উদ্দীন রহমানী
- আপডেট সময় : ০৭:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
সন্ত্রাস বিরোধী অভিযান এবং মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মুফতি জসিম উদ্দিন রহমানি। তাকে জামিনে মুক্তি দিয়েছে মাননীয় আদালত। আজ ২৬ শে আগস্ট সোমবার দুপুর ১২ টার দিকে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
মুফতি জসিম উদ্দিন রাহমানী বরগুনা জেলার সদর থানার খাজুরতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন কাশেমপুর হাই সিকিউরিটি কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান। তিনি সাংবাদিকদের কে জানিয়েছেন, মুফতি জসিম উদ্দিন রহমানীর বিরুদ্ধে করা সন্ত্রাসী মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছেন। জামিনের সমস্ত কাগজপত্র যাচাই বাছাই শেষ হলে তাকে আজ মুক্তি দেয়া হয়েছে।
জসীমউদ্দীনের মুক্তির খবরে সকাল থেকেই গাজীপুরের কেন্দ্রীয় কারাগারটির মূল গেটে অবস্থান করেছিলেন তার বড় ভাই আব্দুল খলিল সহ অন্যান্য অনুসারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে তিনি ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী একটি মামলা তিনি গ্রেপ্তার হয়েছিল। গত ২৫ শে আগস্ট রবিবার ঢাকার মেট্রোপলিটন আদালতের সময় শুনানী তার জামিন মঞ্জুর করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে করা আরও ৩ টি মামলা প্রত্যাহার করা হয়েছে। তবে সেগুলোর বিস্তারিত এখন পর্যন্ত পাওয়া যায়নি।
জামিনে মুক্তি পেয়েছেন জসীম উদ্দীন রহমানী
ব্লগার রাজিব হায়দার হ ত্যা মামলায় রহমানীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকার আদালত। ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার পল্লবী থানার ব্লগার রাজিবের নিজ বাড়ির সামনে। পাশাপাশি তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন সহ আরো ৩ টি মামলা করা হয়।
এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের জামাতে ইসলামী এবং ছাত্রশিবির নিষিদ্ধ সরকারি আদেশটি প্রত্যাহারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দলটির এডভোকেট মোঃ শিশির মনির।
তিনি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের কথা হয়েছে। আজ ২৬ শে আগস্ট সোমবার যেহেতু সরকারি ছুটি তাই আগামীকাল ২৭ আগস্ট মঙ্গলবার এই আদেশটি প্রত্যাহার হবে বলে আশা করা যাচ্ছে।
অ্যাডভোকেট শিশির মনির আরো বলেন জামায়েতকে কেন নিষিদ্ধ করা হলো সে ব্যাপারটি এখনো আমরা জানি না। তিনি আরো উল্লেখ করেন রাজনৈতিক উদ্দেশ্যে দল থেকে নিষিদ্ধ করা হয়েছে। সারা দেশ জুড়ে ঘটে যাওয়া ছাত্র-জনতার আন্দোলনে জামাতে ইসলামে সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে তিনি উল্লেখ করেন।
জসিম উদ্দিন রহমানীকে গ্রেপ্তারের সময় পুলিশ জানিয়েছিল তিনি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।