জেনে নিন সহজে ছারপোকা তাড়ানোর উপায়
- আপডেট সময় : ১১:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
যাদের বাসায় রয়েছে তারাই জানে ছারপোকা কতটা বিরক্তিকর। তাইতো আজকে ছারপোকা তাড়ানোর উপায় গুলি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। একবার যদি ঘরে বংশের বিস্তার করে তাহলে এ থেকে নিস্তার পাওয়া খুবই কঠিন। দিনের চাইতে রাতে সবচাইতে বেশি সমস্যার তৈরি হয়। এমনকি ঘুমানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এই পোকাটি মূলত অন্যান্য প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। বাসা বাড়ির বিছানাতে, মশারিতে, বালিশে এমনকি সোফাতেও দেখা যায় এদেরকে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে বিছানায় এদেরকে পাওয়া যায় তবে সোফা, ম্যাট্রেস এবং অন্যান্য আসবাবপত্র এদের প্রিয় জায়গা। দিনের চাইতে রাতের বেলা এরা সবচাইতে বেশি সক্রিয় থাকে এবং ঘুমের মানুষের রক্ত খেয়ে এরা বেঁচে থাকে।
এদের আচরণ অনেকটাই মশার মত। সুযোগ পেলেই কামড় বসিয়ে চলে যায় এরা।
ছারপোকা তাড়ানোর উপায় গুলি কি কি
• বাজার থেকে কিছু পরিমাণে ল্যাভেন্ডার তেল কিনে আনুন। তারপরে বিভিন্ন জায়গায় এটিকে স্প্রে করে দিন। নিয়মিত এই অয়েল ব্যবহার করলে মুক্তি পেতে পারেন ছারপোকা থেকে।
• ছারপোকা দূর করার উপায় গুলোর মধ্য অন্যতম হচ্ছে আলকোহলের ব্যবহার। আপনার বাসার যে সকল স্থানে ছারপোকা বাসা বেধেছে সেখানে অল্প পরিমাণে অ্যালকোহল স্প্রে করে দিন। মাঝে মাঝে এই পদক্ষেপটি গ্রহণ করলে অল্প কিছুক্ষণের মধ্যে ছারপোকা পালাবে।
• এধরনের পোকা গুলো সাধারণত বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না। কিছুদিন পর পর বালিশ, তোশক, ম্যাট্রেস, লেপ ইত্যাদি রোদের শুকাতে দিন। এক সপ্তাহ পর পর চাদর ভালোভাবে ধুয়ে দিন। ঘরের ভেতরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে দিন। দেখবেন ছারপোকা দূর হয়ে গিয়েছে।
• লেপ, তোষক এবং বালিশের কভার ইত্যাদি গরম পানিতে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিন কয়েকদিন পর পর।
• ছারপোকা তাড়ানোর উপায় হিসেবে বাসা বাড়ির আসবাবপত্রে সামান্য পরিমাণে কেরোসিনের প্রলেপ দিতে পারেন। কারণ কেরোসিনের গন্ধ ছারপোকা একদম সহ্য করতে পারে না।
• বিভিন্ন ধরনের পোকামাকড় দূর করতে ন্যাপথলিন খুবই কার্যকরী একটি বস্তু। বাসার বিভিন্ন স্থানে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পৌঁছাতে পারেনা অর্থাৎ পোকামাকড়ে বাসা বাঁধতে পারে সেখানে ন্যাপথলিন গুড়ো করে ছিটিয়ে রাখুন।
• আরো একটি কার্যকরী ঘরোয়া উপায় হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতার গ্রন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। তাই বাসার বিভিন্ন জায়গায় সামান্য পরিমাণে পুদিনা পাতা রেখে দিন। আপনি চাইলে এটি গুলিয়ে সেই পানি বিভিন্ন জায়গায় স্প্রে করতে পারেন।
• ছারপোকা তাড়ানোর উপায় গুলোর মধ্যে আরেকটি উপায় প্রাকৃতিক কীটনাশক ব্যবহার। এতে করে অল্প সময়ের মধ্যেই বিরক্তিকর এই পোকামাকড়টি বাসা হতে তাড়ানো যায়। কিন্তু এক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কারো সহায়তা নেয়া উচিত এবং প্রয়োজনীয় সর্তকতা অবলম্বন করতে হবে। কারণ এই ধরনের কীটনাশক মানুষের স্বাস্থ্যের জন্য খুবই সুখী করে।
• বাসার সকল স্থান গুলি পরিষ্কার রাখার চেষ্টা করুন। কারণ ময়লা এবং নোংরা জায়গাতে এধরনের পোকামাকড় বাসা বাঁধতে পছন্দ করে। তাই বাসা বাড়ি যত পরিস্কার থাকবে এর উপদ্রব হতে তত বেশি রক্ষা পাবেন।
আমাদের শেষ কথা
ছারপোকা দূর করার উপায় হিসেবে যেকোনো ধরনের কেমিক্যাল জাতীয় পদার্থ ব্যবহারের আগে ভালোভাবে সতর্কতা অবলম্বন করুন। প্রতিটি পোকামাকড় মারার ওষুধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া থাকে। বিশেষ করে বাসায় কোন শিশু সন্তান থাকলে কোন ধরনের কীটনাশক কিংবা কেমিক্যাল ব্যবহার করবেন না।
স্মার্ট টিভি ব্যবহারের নিয়ম এবং সতর্কতা সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।