কতদিন পর পর চুলে শ্যাম্পু করা উচিত
- আপডেট সময় : ০৭:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
কতদিন পর পর চুলে শ্যাম্পু করা উচিত এই প্রশ্নের সুনির্দিষ্ট কোন উত্তর নেই। যারা মনে করেন নিয়মিত মাথায় শ্যাম্পু দিলে চুল ভালো থাকে তাদের ধারণা সম্পূর্ণ ভুল। আবার যারা মনে করেন সপ্তাহে একদিন বা দুইদিন শ্যাম্পু করলে আমার মাথার চুল ভালো থাকবে তাদের ধারণাও অনেকটাই ভুল। এই বিষয়ে স্পষ্ট ধারণা এবং সঠিক নিয়ম জানতে চাইলে নিচের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আপনি যদি প্রতিদিনই চুলে যত্নের শ্যাম্পু করে থাকেন, তাহলে আপনি নিজেই চুলের জন্য বিপদ ডেকে আনছেন। এতে করে আপনার চুল পড়ার পরিমান অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। সেই সাথে চুলের স্বাভাবিক স্বাস্থ্য নষ্ট হয়ে চুল গুলি ভেঙে যেতে পারে। আবার আপনি যদি চুলের ধরন না বুঝে সপ্তাহে একদিন বা দুইদিন শ্যাম্পু করেন তাহলে আপনার ত্বকে ময়লা জমে যেতে পারে। আর সেখান থেকে চুলকানি সহ চুল পড়া শুরু হতে পারে। সেই সাথে চুলে জটও বেড়ে যেতে পারে।
তাহলে কতদিন পর পর চুলে শ্যাম্পু করা উচিত?
এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে শ্যাম্পু কাজ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করতে হবে।
আমরা বাজার থেকে যে শ্যাম্পু গুলো কিনে মাথায় দেই সেগুলো বেশ কয়েকটি রাসায়নিক উপাদানের সমন্বয় তৈরি। যেগুলোর কাজ হচ্ছে আপনার মাথার ত্বক এবং চুলের ভেতর জমে থাকা ময়লা এবং ময়েশ্চার গুলি পরিষ্কার করা।
কতদিন পর পর চুলে শ্যাম্পু করা উচিৎ
১. আপনার মাথার ত্বক এবং চুল যদি অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত হয় তাহলে আপনি চুলে প্রতিদিন শ্যাম্পু করতে পারবেন। আর যদি ত্বক শুষ্ক হয় তাহলে সপ্তাহের ২ দিন অথবা ৩ দিন শ্যাম্পু করুন। এতে করে মাথার ত্বক ভালো থাকবে।
২. যারা নিয়মিত বাইরে কাজ করেন তাদের মাথায় ধুলাবালি বেশি জমে। তারা সপ্তাহে অন্তত ৪ দিন শ্যাম্পু করতে পারেন। তবে যেই দিন গুলোতে বাসায় থাকবেন কিংবা ধুলাবালি থেকে দূরে থাকবেন সেই দিনগুলো শ্যাম্পু করা থেকে বাদ দিতে পারেন।
৩. কতদিন পর পর চুলে শ্যাম্পু করা উচিত প্রশ্নের উত্তরটি অনেক কিছুর উপরে নির্ভর করে। যাদের কোকড়ানো চুল তাদের স্বাভাবিকভাবেই ঘন ঘন শ্যাম্পু করতে হয়। তাদের ক্ষেত্রে সপ্তাহে অন্তত ৪ দিন শ্যাম্পু করা উচিত।
কতদিন পর পর চুলে শ্যাম্পু করা উচিত সে বিষয়ে আপনাদের হয়তো কিছুটা ধারণা হয়েছে। আপনারা যত ভাল কোম্পানির শ্যাম্পু ব্যবহার করেন না কেন সেটার ব্যবহার যদি পরিমাণে অতিরিক্ত এবং খুব বেশি কম হয় তাহলে সেটাই চুলের জন্য ক্ষতিকর। তবে আপনার মাথা যদি অতিরিক্ত পরিমাণে খুশকি কিংবা অন্য কোন সমস্যা থাকে তাহলে দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।

