কঙ্গনা রানাউত কেন বলিউডের কোন অনুষ্ঠানে যান না
- আপডেট সময় : ১১:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
বলিউডের জাঁক জমকপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানের কথা কেনা জানে। কিন্তু বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্কনা রানাউতকে সেই সকল অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না।
কঙ্গনা বিভিন্ন সময় আলোচনা সমালোচনা করে সংবাদ মাধ্যমের শীর্ষে থাকেন। এ কারণে তাকে উপাধি দেওয়া হয়েছে সমালোচনার রানী।
মাঝেমধ্যে নিজের ঘর, মাঝেমধ্যে বলিউড, মাঝেমধ্যে রাজনীতি এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি নানা আলোচিত এবং বিতর্কিত মন্তব্য করে থাকেন। ঠিক সাম্প্রতিক সময়ে বলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন তারকাদের বিরুদ্ধে তিনি একটি অভিযোগ এনেছেন। কঙ্গনা রানাওয়াত বলিউডের তারকাদের বোকা এবং মূর্খ বলে সম্বোধন করেছেন।
বেশ কিছুদিন আগে একটি পডকাস্টে এই বলিউড অভিনেত্রী জানান, আমি দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করে থাকলেও একজন স্বাভাবিক মানুষের সাথে আমার পরিচয় হয়নি। বলিউডের কারো সঙ্গে আমি মানান সই নয়। আমি এ ব্যাপারে নিশ্চিত যে বলিউডের কারো সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। এরা সব সময় নিজেদের নিয়ে ভাবে এবং বোকা।
কঙ্গনা রানাউত কেন বলিউডের কোন অনুষ্ঠানে যান না
সিনেমার শুটিংয়ের প্রসঙ্গ টেনে কঙ্কনা রানাওয়াত বলেন, যদি এদের কোনো শুটিং না থাকে তাহলে এরা সকলে উঠে এবং এক্সারসাইজ করে। তারপর দুপুরে ঘুমায় এবং ঘুম থেকে উঠে টেলিভিশন দেখে আবার রাতে ঘুমিয়ে পড়ে। এদের জীবন অনেকটা ফড়িংয়ের মত এবং মাথায় একেবারে কিছু নেই। এ ধরনের মানুষের সাথে কি হবে বন্ধুত্ব করা যায়। কোথায় কি ঘটনা ঘটছে তার সম্পর্কে দাঁড়া একেবারে জানে না। এদের মধ্যে যদি একজনও ভদ্র মানুষ পেতাম তাহলে আমি খুবই আশ্চর্য হতাম।
বলিউড সম্পর্কে কঙ্গনা রানাওয়াত আরও দাবি করেন, বলিউডের বিভিন্ন অভিনেত্রীরা একসাথে হলে শুধু নিজেদের মধ্যে সাজগোজ এবং দামি পোশাক গুলো নিয়ে আলোচনা করে। সেই সাথে পরিচয় তো আছেই। ঠিক এ কারণেই বলিউডের বিভিন্ন পার্টি এবং অনুষ্ঠানগুলো এড়িয়ে চলেন এই আলোচিত সংসদ সদস্য এবং অভিনেত্রী।
সাম্প্রতিক সময়ে বলিউডের জনপ্রিয় এই নায়িকা তার “ইমারজেন্সি” সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করেছেন। ইমারজেন্সি সিনেমাটি তিনি নিজে নির্মাণ করেছেন। সিনেমাটির চিত্রনাট্যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাবে। আগামী ৬ সেপ্টেম্বর এটি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি মুক্তি পাবে।