চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্ম বিরতি
- আপডেট সময় : ০২:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালনের ঘোষণা দিয়েছে। বাহিনীর পোশাক পরে তাদেরকে আজ ২৫ শে আগস্ট রবিবার বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায়।
সংবাদ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার বিকাল থেকে বিভিন্ন সরকারি এবং বেসরকারি অফিসে নিযুক্ত সাধারণ আনসার সদস্যরা ঢাকার কমান্ড্যান্ট কার্যালয়ে সমবেত হন। একইভাবে শুক্রবারে জুম্মার নামাজের পর ২ টার দিকে কয়েক হাজার আনসার সদস্য আসকার দিঘির পাশে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে একসাথে জড়ো হন।
নিজেদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা স্লোগান দিয়ে জেলা কমান্ড্যান্টের কাছে দাবি জানায়। উক্ত পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা কাজের দেউড়ী থেকে সার্সন পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
এক আনসার সদস্যার সাথে কথা বলে জানা যায়, তাদের দাবি অনুযায়ী প্রশিক্ষিত আনসার সদস্য তারা। দেশে নিরাপত্তার সাথে তারা সশস্ত্র পাহারা দান করে। পুলিশ বা ব্যাটালিয়ান আনসারদের সাথে তারাও একসাথে দায়িত্ব পালন করে। এত সত্ত্বেও তারা বৈষম্য শিকার হচ্ছে। তাদের চাকরি জাতীয়করণ করা হয় না।
এদিকে আনসার সদস্যদের চাকরি জাতীয়করণের দাবিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ না করায় বিকল্প পয়সার ব্যবস্থা করা হয়েছে। অনুপস্থিত আনসার সদস্যদের কোন বিরতিতে সিভিল অ্যাবেলেশন এর নিজস্ব নিরাপত্তা জনবল এবং বিমান বাহিনীর সদস্যদের কে সহায়তা নেয়া হচ্ছে।
চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্ম বিরতি
গত শুক্রবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সাংবাদিকদেরকে এই তথ্য জানান।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, আমাদের এখানে ৯০২ জন আনসার সদস্য কর্মরত ছিলেন। কিন্তু হঠাৎ করে তারা কাজে অনুপস্থিত। এত বড় একটা বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করা বেশ কঠিন ব্যাপার। এই রানওয়েতে একটা মানুষ কিংবা একটা কুকুর ঢুকে পড়লে আমরা ইনসিকিউর হয়ে পড়ি। তাই আমরা বিকল্প পদ্ধতি হিসেবে বিমান বাহিনীর সহায়তা নিয়েছি। এর জন্য তিনি বিমানবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানান। আনসার সদস্যদের কর্মবিরতিতে তাদের সহযোগিতায় বিমানবন্দরের কার্যক্রম চলমান রয়েছে।
বিমান বাহিনী থেকে ঠিক কতজন আনা হয়েছে সে ব্যাপারে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান বলেন, আমাদের এখানে আগের চেয়ে কাজ করছিল ৮০০ জন এবং বর্তমানে কাজ করছে প্রায় সাড়ে বারোশো জনের মতো।
আনসার সদস্যদের মোট ৯০২ জন লোকের অভাব আমরা বুঝতে দেয়নি। বিমানবন্দরের সমস্ত অপারেশন এক মিনিটের জন্য বন্ধ হয়নি।
অনুপস্থিত আনসার সদস্যরা দৈনিক ভাতার ভিত্তিতে কাজ করতে রাজি নন। নিজেদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা রাজপথে আন্দোলনে নেমেছে।